শীত পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। এরসাথে বাড়ছে শীতের সবজির সমারোহ ও ভিন্নতা। এদিকে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত জমে উঠেছে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে।
সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কমেছে বলে জানান ব্যবসায়ীরা। ভোরের আলো ফোটার আগেই জেলার বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত সব ধরনের টাটকা শাক – সবজি এ আড়তে নিয়ে আসেন কৃষকরা।
সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজির আড়তে বিভিন্ন উপজেলায় উৎপাদিত ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০-২৫ টাকা, মুলা কেজিপ্রতি ৮-১০ টাকা, শিম কেজিপ্রতি ২৫ টাকা, বেগুন কেজিপ্রতি ২০ টাকা আর প্রতিকেজি শশা ১৫-২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শীতের সবজি বেশি ওঠায় দাম কমেছে। শিম ২৫টা কেজি পেঁপে ১৫টা দরে বিক্রি করেছি। আর ক্রেতারা জানান সবজির দাম কমেছে।
আনন্দবাজার/ইউএসএস