টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে সেীম্য-লিটনরা।
আজ ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ২৫ বল খেলে চারটি চারে ৩৫ রান করে মেহেদি হাসানের বলে কামরুন হাসানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৬ বলে ৫ রান করে আউট হন সেীম্য সরকার। ১৩ বলে ১৭ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। ২৮ বলে ২৬ রান করেছেন শামসুর রহমান। ৯ বলে ২ রান করে আউট হযেছেন জিয়াউর রহমান। ২৪ বলে ২৮ রান করে করেছেন মোসাদ্দেক হোসেন। ১১ বলে ২৭ রান করে রান আউট হয়েছেন সৈকত আলী। ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন নাহিদুল ইসলাম।
বরিশালের হয়ে ২ উইকেট পেয়েছেন আবু জায়েদ। এবং একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, সুমন, কামরুল ও মেহেদী।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, শামসুর রহমার শুভ, সৈকত আলি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সঞ্জিত সাহা ও শরীফুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি ও মাহিদুল ইসলাম অংকন।
আনন্দবাজার/টি এস পি