ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চলচ্চিত্র শিল্পীদের চিকিৎসায় সর্বোচ্চ ছাড়ের সুযোগ

সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবে চলচ্চিত্র শিল্পীরা। ইতোমধ্যে এই ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড়ও দেবে হাসপাতালটি।

জানা গেছে, গতকাল হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দেন। সেই সাথে বিএফডিসিতে এ ব্যাপারে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই চুক্তি সম্পুন্ন হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী জানান, চলচ্চিত্র শিল্পীরা চিকিৎসায় সর্বোচ্চ ছাড়ে পাবেন। করোনাকালীন সেবাসহ সকল ধরনের চিকিৎসা সুবিধা পাবেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

চুক্তি বিষয়ে জায়েদ খান জানান, আমরা প্রায় শুনি শিল্পীরা চিকিৎসার অভাবে অনেক কষ্ট পাচ্ছেন। তারা অর্থের অভাবে ভুগছেন। একজন শিল্পীর জন্য এটা অনেক অপমানের বলে আমি মনে করি। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন