ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাবর আজমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের বিরুদ্ধে যেীন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এক নারী অভিযোগ করেন, ওই নারীর সাথে বাবর ১০ বছর প্রেম করে বিয়ের কথা বলে অবশেষে তাকে প্রত্যাখ্যান করেছেন।

ওই নারীর অভিযোগ, তিনি বাবরের স্কুলের সহপাঠী ছিলেন। বাবরের কঠিন সময়ে তিনি তার পাশে ছিলেন। বাবর তখনও তারকা হয়ে ওঠেননি। একজন উঠতি ক্রিকেটার হিসেবে তিনি তখন সুযোগের অপেক্ষায়। সেই সময়েই নাকি ওই নারী তাকে আর্থিকভাবেও সাহায্য করেছেন।

সংবাদ সম্মেলনে ওই নারী দাবি করেছেন, বাবর আর তিনি ছোটবেলা থেকেই শহরের গুলবার্গের একটি আবাসিক এলাকায় বাস করতেন। বেড়ে ওঠার একপর্যায়ে একে অন্যের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০১০ সালে বাবর তাকে বলেছিলেন যে ২০১১ সালে তারা কোর্টে রেজিস্ট্রেশন করে বিয়ে করবেন। তবে তিনি সে কথা রাখেননি। ২০১২ সালে বাবর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্বে দেন যুব বিশ্বকাপে। এরপর থেকেই তিনি তারকা হয়ে ওঠেন। ধীরে ধীরে ভুলে যান তার পুরোনো ভালোবাসার কথা।

ওই নারী আরও বলেন, আমি বাবরের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে অবদান রেখেছি। আমার বিউটি পারলারের অর্থ দিয়ে আমি তাকে সাহায্য করেছি। তবে গত ১০ বছরে সে আমার অর্থের এক কানাকড়িও ফেরত দেয়নি।

বাবরের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পুলিশকে অভিযোগ করেও কোনো ফল পাননি বলে জানান অভিযোগকারী ওই নারী।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন