ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমবে

পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় নাটোরের হাটবাজারগুলোতে কমতে শুরু করেছে পণ্যটির দাম। এতে করে কেজিতে ৩ থেকে ৫ টাকা কমেছে। এর আগে মজুতদাররা পেঁয়াজ সরবরাহ কমিয়ে দেওয়ায় প্রতি কেজি পেঁয়াজ ৮ থেকে ১০ টাকা বেড়ে গিয়েছিল।

তবে, ব্যবসায়ীরা বলছেন, আগাম জাতের পেঁয়াজ উঠার সময় হওয়ায় আগামী ২ সপ্তাহের মধ্যে দাম আরও কমে যাবে। শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা বৃহত্তম পেঁয়াজে হাট নলডাঙ্গায় প্রায় ২ হাজার মণ পেঁয়াজ উঠেলেও পাইকারি ক্রেতা ছিল কম।

গত ২ সপ্তাহ আগে নাটোর জেলার বিভিন্ন হাটগুলোতে ব্যাপক পেঁয়াজ সরবরাহ শুরু হয়। এর প্রেক্ষিতে পাইকারি বাজারের ৫৫ থেকে ৬০ টাকা পেঁয়াজ বিক্রি হয় ৪০ থেকে ৪৫ টাকায়। পেঁয়াজের দাম কমে আসায় হাটবাজারগুলোতে সরবরাহ কমিয়ে দেন মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা।

এতে পেঁয়াজের ৮ থেকে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ সরবরাহ থাকায় নলডাঙ্গা হাটে পেঁয়াজের দাম কমে ৪৫ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হয়।

তবে কৃষকদের দাবি, পেঁয়াজের বিজ দাম বৃদ্ধি ও সংরক্ষণ করতে গিয়ে পেঁয়াজ ওজনে কমে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে।

কৃষকরা জানান, বাজারে পেঁয়াজের দাম নেই। যে দাম বলে ওই দামে বিক্রি করলে সার ও ওষুধের দামই উঠে না। এতে লাভ করব কীভাবে?

সূত্র : সময়

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন