করোনার কারণে দীর্ঘ বিরতির পর জয়ের স্বস্তি নিয়েই মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ফেরার সিরিজে এক জয় ও এক ড্রয়ের পুরষ্কার পেল বাংলাদেশ ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজের দল।
গতকাল শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেদের ওয়েবসাইটে সবশেষ র্যাঙ্কিং হালনাগাদ করেছে। কিন্ত ফিফার ওয়েবসাইটে প্রকাশিত নতুন র্যাঙ্কিং তালিকায় পরিবর্তন আসেনি শীর্ষস্থানে থাকা দলগুলোর।
আগের মতো সবার ওপরেই রয়েছে বেলজিয়াম। এরপর পর্যাক্রমে রয়েছে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। তবে একধাপ এগিয়েছে আর্জেন্টিনা। ফিফার নতুন র্যাঙ্কিং তালিকায় সপ্তম স্থানে রয়েছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ানরা।
নতুন তালিকায অবনতি হয়েছে উরুগুয়ের। একধাপ পিছিয়ে অষ্টম স্থানে এসেছে দলটি। তালিকায় নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও ইতালি। র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৮৪ নম্বরে।
এদিকে শীর্ষ ১০ থেকে ছিটকে গিয়ে এখন ১১ নম্বরে আছে ক্রোয়েশিয়া এবং ১৫ নম্বরে নেমে গেছে কলম্বিয়া।
আনন্দবাজার/টি এস পি