মৃত্যুকে ভয় না পেয়ে যুদ্ধে জয়লাভের প্রস্তুতির দিকে মনোযোগী হতে চীনা সেনাদের প্রতি আহবান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত বুধবার সেনা কমান্ডদের উদ্দেশ্যে এক ভাষণে এমন মন্তব্য করেছেন তিনি।
চীনা প্রেসিডেন্ট সেনাদের যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ বাড়ানোর কথা বলেন। পাশাপাশি সেনাদের মৃত্যু এবং ভয়াবহ পরিস্থিতিতে ভয় না পাওয়ার আহবান করেন তিনি।
শি জিনপিং জানান, তার দলের লক্ষ্য হচ্ছে চীনা সেনাদের বিশ্বমানের ‘যুদ্ধ বাহিনী’তে পরিণত করা।
এর আগে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতিতে বিশেষ করে যুক্তরাষ্ট্র, তাইওয়ানের বিপক্ষে চীনা সেনাদের প্রস্তুত থাকতে বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট।
এছাড়া শি ভারতের সঙ্গে চরম থমথমে পরিস্থিতিতে সেনাদের যুদ্ধের মনোবল বাড়াতে বলেছেন।
আনন্দবাজার/টি এস পি