ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২১ সালেই শুরু হবে মেট্রোরেলের ট্রায়াল

২০২১ সালেই শুরু হবে মেট্রোরেলের ট্রায়াল। ইতোমধ্যে মেট্রোরেলের ২ সেট কোচের নির্মাণ কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যেই জাপানের কারখানায় শেষ হবে আরও ৩ সেট কোচ নির্মাণ। এর পর ৫ সেট কোচ দিয়েই শুরু হবে ট্রায়াল।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১ সালের শুরুতে ৫ সেট ট্রেন দিয়ে তারা ট্রায়াল রান শুরু করতে চান। এ লক্ষ্যে দ্রুতগতিতে চলছে মেট্রোলাইনের প্রথম ৩টি স্টেশন প্রস্তুত করার কাজ।

প্রস্তুতি হিসেবে এরই মধ্যে নির্মাণ সম্পন্ন হয়েছে ওয়ার্কশপ, স্ট্যাবলিং শিল্ড। ডিপো এলাকার ১৬ কিলোমিটারের মধ্যে প্রায় ৫ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক বলেন, ডিসেম্বরের পরপরই এ বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। পরে যে ফরমালিটিস আসে সেটা করে আমরা নিয়ে আসব। জাপান অ্যাম্বাসি কিন্তু কাজ শুরু করেনি। যদি দেখি ডিসেম্বরের পরেও কোনও পরিস্থিতির পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমরা বিশেষ উদ্যোগ নেব।

 শেষপর্যায়ে রয়েছে উত্তরা থেকে আগারগাঁও উড়ালপথ নির্মাণের ভায়াডাক্ট বা ব্যালান্স ক্যান্টিলিভার বসানোর কাজ। বর্তমানে দূর থেকেই দেখতে পাওয়া যায় মেট্রোরেলের ৩টি স্টেশন। দ্রুত গতিতে চলছে উড়ালপথের ওপর রেললাইন বসানোর কাজও।

এদিকে সংকটাপন্ন না হলেও মেট্রোরেলের প্রায় পৌনে ৩০০ কর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। একেবারে বয়োজ্যেষ্ঠ যারা, তারা কাজে ফিরতে পারেননি এখনও।

ডিএমটিসিএল বলছে, উত্তরা থেকে আগারগাঁও প্রথম অংশের কাজের অগ্রগতি ৭৭ শতাংশের বেশি। সফটওয়ার, সিস্টেমসহ ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ নিয়ে প্যাকেজের কাজও শেষ হয়ে গেছে অর্ধেক।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন