শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক শোক বার্তায় শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এর আগে শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আলী যাকের। ক্যান্সার ও হার্টের সমস্যাসহ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৭ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার করোনা পরীক্ষা করানোর পর তার রিপোর্ট পজিটিভ আসে।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশ-ভারত যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে’

সংবাদটি শেয়ার করুন