ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিমুলিয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ

শিমুলিয়ায় উৎসব ঘিরে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ১ম বারের মতো আয়োজিত ইলিশ উৎসব ঘিরে রেকর্ড পরিমাণ ইলিশের সরবরাহ করা হয়েছে মাওয়া মৎস্য আড়তে। তবে সরবরাহ বেশি হলেও চাহিদা থাকায় অনেক বেশি দামেই বিক্রি হচ্ছে ইলিশ।

জানা গেছে, আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, আলো ফোটার আগেই আড়তগুলো ভরে যায় সারি সারি ইলিশে। হাঁকডাকে ব্যাপক জমজমাট হয়ে উঠে ইলিশের উৎসব। হাজারো ক্রেতা বিক্রেতার সরগরম হয় পুরোহাট।

তবে রূপালী ইলিশের এমন সমারোহ আগে কখনো দেখা যায়নি। পদ্মার তাজা ইলিশের চাহিদা বেশি থাকায় রেকর্ড পরিমাণ সরবরাহ থাকলেও কেজিতে বৃদ্ধি পেয়েছে ১শ’ থেকে দেড়শো টাকা।

মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, বর্তমানে ২৯ আড়ৎ এবং ১৫০জন বিক্রেতাই ব্যস্ত ইলিশ নিয়ে। পাশের নদীবন্দরে আয়োজিত দেশের ১ ইলিশ মেলা ঘিরে এখানে জেলে ও আড়তদারসহ স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

মৎস্য বিভাগের তথ্য মতে, জেলায় ১০ হাজার নিবন্ধিত জেলে রয়েছে। যাদের বেশিরভাগই ইলিশ শিকার করেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন