শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত ট্রাম্প

হোয়াইট হাউস ছাড়তে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি বলেন, ইলেক্টোরাল কলেজের ভোটের মাধ্যমে জো বাইডেন যদি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন। তাই তিনি তিনি হোয়াইট হাউস ছাড়বেন।

জানা গেছে, গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে রাজি হচ্ছিলেন না ট্রাম্প। আবার তিনি নিজেই গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, এই(পরাজয়) স্বীকার করা কঠিন হবে। তিনি বারবার ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। তবে এখন পর্যন্ত এই অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেননি।

নিয়ম অনুসারে আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তাই তিনি বর্তমানে ক্ষমতা গ্রহণের প্রস্তুতির কাজ করছেন। এরইমধ্যে প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন বাইডেন।

তবে ট্রাম্প পরাজয় মেনে নিলেও মামলা চালিয়ে যাওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প এবং তার সমর্থকেরা ইতিমধ্যে নানা আদালতে একাধিক মামলা ঠুকেছেন। তবে অধিকাংশ মামলাই খারিজ হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  নিষিদ্ধ হচ্ছেন ট্রাম্প!

সংবাদটি শেয়ার করুন