ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিনেট গঠন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’র সিনেট গঠন করা হয়েছে।

সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫জন শিক্ষক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন ১৮ (১) ঝ ধারা মোতাবেক এ ৫ শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা শাহ আলী।

উক্ত কমিটিতে সদস্যা হিসেবে যারা মনোনীত হয়েছেন, রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল, ম্যানেজমেন্ট অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার, সংগীত বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রওশন আলম, অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ নজরুল ইসলাম এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক জান্নাতুল মাওয়া মুন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর রেজিস্টার মোঃ সোহরাব আলী স্বাক্ষরিত এ সংক্রান্ত মনোনোয়নপত্র হাতে পেয়ে নির্বাচিত শিক্ষকরা উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন