ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আবারো করোনার অবনতি

বগুড়ায় করোনায় ২৪ ঘন্টায় ১৮৮ টি নমুনার মধ্যে ৩৩ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছে ১৮ জন, তবে নতুন করে এক নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে, এরা হলেন মতিউর রহমান (৬৫) শামসুল আলম বয়স (জানা যায়নি) ও সুলতানা (৬৭) মারা যাওয়া তিন জনই বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

এদের মধ্যে মতিউর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আর বাকি দুইজন টিএমএসএস রফাতুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও নতুন আক্রান্তের সংখ্যা ৩৩ জন এদের মধ্যে সদরে ২৮, গাবতলী ২, আদমদিঘী ২, বাকি ১ কাহালুর বাসিন্দা বৃহস্পতিবার সকাল দশটার সময় এই তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।

ডাক্তার তুহিন আরো জানান ২৫ নভেম্বর জেলার দুইটি পিসিআর ল্যাবে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনায় ২৯ জন টি.এম.এস.এস মেডিকেল কলেজে হাসপাতালে এ ১০ টির নমুনার মধ্যে ৪ টি পজেটিভ এসেছে, এ নিয়ে বগুড়াতে মোট ৮ হাজার ৭ শত ৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্য সুস্থ হয়েছে ৭ হাজার ৯ শত ৫১ জন। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যুতে, মৃতের সংখ্যা ২০৬ এ গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চিকিৎসা ধীন আছে ৫৪৯জন।

আনন্দবাজার/শাহী/শেখর

সংবাদটি শেয়ার করুন