আগামী ১৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে পাওয়া যাবে। এছাড়া সারাবছর খাওয়ার উপযোগী আলুর বীজ বর্তমানে কৃষকরা রোপণ করছেন। যা দুই মাস পর তোলা হবে।
দেশের শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলা। এ জেলায় উৎপাদিত ধান, গম, ভুট্টা, আম ও লিচুসহ অন্যান্য ফসল জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আমন ধান কাটা শেষ হতেই সেই জমিতে কৃষকরা আলু আবাদ শুরু করেন।
চলতি বছর এ জেলায় ৪২ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌসুমের শুরুতেই এবার আগাম জাতের আলু রোপন করা হয়। ফলে খুব শিগগিরই নতুন আলু বাজারে আসবে বলে কৃষি বিভাগ আশ্বস্ত করেছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল জানান, চলতি বছর জেলায় ৪২ হাজার ৩শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১ নভেম্বর থেকে জেলার ১৩টি উপজেলাতেই কৃষকরা আগাম জাতের আলু রোপন করা হয়েছে। মূলত দুই মাস পর মাঠ থেকে আলু তোলা হয়। তবে নতুন জাতের আলুর চাহিদা থাকায় অল্প পরিমাণে তোলা হচ্ছে।
নতুন আলু বাজারে বিক্রি করলে কৃষকরা প্রথম দিকে একটু লাভবান হন। বাজারে নতুন আলু উঠলে পুরাতন আলুর দাম কিছুটা কমবে বলেও জানান তিনি।
চলতি বছর প্রতিকূল আবহাওয়ার কারণে বৃষ্টি ও জলবদ্ধতা থাকায় আলু চাষ ২ সপ্তাহ পিছিয়ে যায়। ফলে এবার একটু দেরিতে আগাম জাতের আলু বাজারে আসছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ। দাম বেশি পাওয়ার আশায় আগাম জাতের আলু আবাদ করেছেন চাষিরা।
চাষিদের আশা আগামী ১৫ দিনের মধ্যে নতুন আলু বাজারে আসবে। ক্রেতারা নতুন আলু সানন্দে বাজার থেকে ক্রয় করতে পারবেন।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাঠপর্যায়ের কর্মকর্তারা আলু চাষিদের নানা পরামর্শ দিয়ে আলুর বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছেন।
আনন্দবাজার/ইউএসএস