আজীবন সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) রজত জয়ন্তীতে বিসিআরএ আজীবন সম্মাননা পাবেন গুণী এই নাট্যব্যক্তিত্ব।
আগামী ২৮ নভেম্বর ২০২০ সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের রজত জয়ন্তী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিসিআরএ’র সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় সভাপতিত্ব করবেন অভি চৌধুরী। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হলেন মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মা ও সদস্যসচিব সুমন পারভেজ।
আনন্দবাজার/ডব্লিউ এস