ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টাকা পাবেন স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা

সামনে সু খবর রয়েছে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য। স্ন্যাপচ্যাটে ভিডিও হিট হলেই প্রতিদিন ১০ লাখ ডলার করে পাবে ব্যবহারকারীরা। ইতোমধ্যে ‘স্পটলাইট’ নামে একটি ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান থাকবে। যদি যথেষ্ট সাড়া পায় তবে ২০২১ সালেও এটি অব্যাহত রাখবে স্ন্যাপচ্যাট কতৃপক্ষ।

তবে সেক্ষেত্রে পুরো টাকা একজনকে দেওয়া হবে না। সবচেয়ে বেশি প্রদর্শিত ও আলোচিত ভিডিও’র মধ্য থেকে নির্বাচিত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টধারীদের পুরস্কার হিসেবে এ অর্থ প্রদান করা হবে।

জানা গেছে, স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টধারীদের এ প্রতিযোগীতায় অংশ নিতে হলে এ সংক্রান্ত স্ন্যাপচ্যাটের যাবতীয় নিয়মকানুন মেনে চলতে হবে। এবং ব্যবহারকারীর বয়স অন্তত ১৬ হতে হবে। এছাড়া ভিডিও ভাইরালের পর অ্যাকাউন্টের সত্যতাও যাচাই করা হবে।

আশা করা হচ্ছে, নতুন এই উদ্যোগের ফলে যদি স্ন্যাপচ্যাট সাফল্য পায় তবে এর প্রতিদ্বন্দ্বী টিকটককে বড় চ্যালেঞ্জে ফেলে দেবে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন