শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে ১২ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৯৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আজ শেয়ার বাজারে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি মোট ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স। কোম্পানিটি মোট ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক।

শেয়ার বাজারে লেনদেন করা অন্য কোম্পানিগুলো : আমান কটন ফাইবার্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুাল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসকে ট্রিমস লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  প্রাইম লাইফের উদ্যোক্তাকে চার কোটি টাকা জরিমানা

সংবাদটি শেয়ার করুন