ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির নতুন চেয়ারম্যান গ্রেগ বারক্লে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। ১৬ ভোটের মধ্যে কাঙ্ক্ষিত ১১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বারক্লে।

এ নির্বাচনে পাকিস্তানের ইমরান খাজাকে পেছনে ফেলে জয়ী হলেন বারক্লে। গত জুলাই মাসে ভারতের শশাঙ্ক মনোহর দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইমরান খাজা। তবে এই বিজয়ের মধ্য দিয়ে তার কাছ থেকে এবার দায়িত্ব বুঝে নিয়েছেন গ্রেগ বারক্লের।

নির্বাচনের নিয়মনুসারে, ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে যিনি দুই-তৃতীয়াংশ (১৬ ভোটের মধ্যে ১১ ভোট) ভোট পাবেন তিনি জয়ী হবেন। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হয়েছেন বারক্লে।

আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে বারক্লে বলেন, আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া অনেক বড় সম্মানের। আমার ওপর আস্থা রাখায় আইসিসির সকল পরিচালকদের ধন্যবাদ। আমি আশা করি আমরা সবাই একসঙ্গে মিলে ক্রিকেটকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারব।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন