ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পানি মিশিয়ে মশার ওষুধ ব্যবহার করে সিটি করপোরেশন

সিটি করপোরেশনের ওষুধে পানি মিশিয়ে ব্যবহারের ফলে গত বছর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ডেঙ্গু। সম্প্রতি চমকে ওঠার মতো এমন তথ্য ফাঁস করলেন ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ফরিদউদ্দিন রতন। তিনি বলেন, অতিরিক্ত পানি মিশিয়ে ওষুধ ছিটানোয় তা কোনো কাজে আসতো না বলে ডেঙ্গুর প্রভাব বেড়েছিল।

সেই সাথে তিনি খোলা বাজারে মশার ওষুধ বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন সাবেক মেয়র সাঈদ খোকন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে।

তবে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেন সাবেক মেয়র সাঈদ খোকন। দক্ষিণ সিটি করপোরেশন জানায়, ইতোমধ্যে চুরিসহ বিভিন্ন অপকর্মের দায়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।

রাজধানীতে গুরুত্বপূর্ণ এলাকায় মশা নিধনের কার্যক্রম মাঝেমধ্যে চোখে পড়ে। কিন্তু সঠিকভাবে ওষুধ না ছিটানোর অভিযোগ পুরোনো। আর ওষুধ ছিটানো হলেও কোনভাবেই কমে না মশার উপদ্রব। ফলে এমন পরিস্থিতিতে ওষুধের কার্যকরিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

 ডিএসসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন আরও জানান, এই ওষুধ আগে কালো বাজারে বিক্রি করা হতো। এরোসল কোম্পানি ও কয়েল কোম্পানিতে বিক্রি হতো। আবার এরাই ওষুধ কিনে নিয়ে ওষুধের সাথে পানি মিশিয়ে দিতো। ফলে ভেজাল দেওয়ার কারণে ওষুধ ছেটানো হলেও কাজ করেনি।

পূর্বের মেয়রের সময় বোর্ড মিটিং অনেক বার বলেছি ওষুধ নবাবপুরে বিক্রি হয় এবং গোডাউনে অভিযান পরিচালনা করা দরকার। এটির জন্য একটি কমিটি করা হয়েছিল কিন্তু সেখানে আমাকে রাখা হয়নি।

তবে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। তাই এখনই ডেঙ্গুর লাগাম টানতে না পারলে বড় মাশুল দিতে হতে পারে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন