ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৬ কোটি

বিশ্বের অনেক দেশেই চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। আর এতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনকহারে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি। আর এতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ লাখ ১৪ হাজার ৬২১ জন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯৯ হাজার ৭৭৫ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ৯৩৬ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৬৫ হাজার ৮৯৭ জন মারা গেছেন। এছাড়া ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭ জন আক্রান্ত নিয়ে বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও যুক্তরাষ্ট্রেই। করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ২১ হাজার ৯৯৮ জন। এছাড়া এতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৭৪৩ জন।

আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জন এবং এতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৭০ হাজার ১৭৯ জন। করোনায় মৃতের সংখ্যার দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২ হাজার ৭৩৯ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬০ হাজার ১৫২ জন।

এদিকে আক্রান্তের সংখ্যায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৮১৫ জন। এছাড়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৩৭ জনে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন