ঝালকাঠির টিসিবির ডিলার আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে রয়েছে। তাদের এই পেঁয়াজ অন্য পন্য চিনি, ডাল, ও ভোজ্য তৈলের সাথে বাধ্যতামূলক ভাবে বিক্রয় করার জন্য দেয়া হয়েছে।
বাজারে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে এবং দেশী পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা অন্য পন্য কোনার সাথে কেজি করে পেঁয়াজ না কিনলে অন্য পণ্য বিক্রি করে না। এ কারণে ক্রেতারা ডিলারদের কাছ থেকে ডাল, চিনি ও তৈল বাজারে একটু বেশি হলেও সেখান থেকে কিনছে। এর ফলে টিসিবি ডিলারদের ষ্টোরে পচনশীল এই পেঁয়াজ মজুত থাকছে। এ নিয়ে ডিলাররা বিপাকে রয়েছে বলে টিসিবি ডিলারা আবিযোগ করেছে।
উল্লেখ্য, ঝালকাঠি জেলায় ২৫ জন নিয়মিত টিসিবির ডিলার রয়েছে এবং তাদের মধ্যে প্রতিদিন ২ জন ডিলারকে রোটেসন করে ট্রাকে করে পণ্য বিক্রি করছে। টিসিবি প্রতিদিন ডিলারদের এক টন করে পন্য বিক্রির জন্য বরিশাল থেকে পণ্য সরবারহ করছে এবং এর মধ্যে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দেয়া হচ্ছে।
আনন্দবাজার/শাহী/বাধন