বিশ্বের শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ চীন। চলতি বছর দেশটিতে বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশটিতে জ্বালানি পণ্যটির কয়লা উত্তোলন বাড়লেও এর প্রবৃদ্ধির গতি অনেকটাই কমে এসেছে।
খাতসংশ্লিষ্টরা বলেছেন, শীত মৌসুমে মহামারি পরিস্থিতির আরো অবনতি ঘটলে চলতি বছর চীনে কয়লা উত্তোলনে ঋণাত্মক ধারা দেখা যেতে পারে। এ সময়ে আন্তর্জাতিক বাজার থেকেও জ্বালানি পণ্যটির আমদানি কমিয়ে এনেছে চীন।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে চীনের খনিগুলো থেকে সর্বমোট ৩১৩ কোটি টন কয়লা উত্তোলন হয়েছে।
আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-অক্টোবর সময়ে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে সাকল্যে দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে গত অক্টোবরে চীনে সর্বমোট ৩৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টন কয়লা উত্তোলনের তথ্য দেশটির সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালের একই সময়ের তুলনায় গত অক্টোবরে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। তবে গত সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশটিতে কয়লা উত্তোলন দশমিক ৯ শতাংশ কমে এসেছে।
চীনের শাংসি প্রদেশে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন হয়। সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার জের ধরে চীনা খনিগুলোয় সরকারি নজরদারি প্রকল্প চালু করা হয়েছে। ফলে তুলনামূলক ছোট ও মাঝারি আকারের খনিগুলো থেকে আগামী দিনগুলোয় কয়লা উত্তোলন কমতে পারে।
আনন্দবাজার/ইউএসএস