মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদনে ফিরে আসছে চাঙ্গা ভাব। চলতি বছরের সেপ্টেম্বরে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদনে প্রায় ৪ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।
একই সময় দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক রাবার রফতানি ১৪ শতাংশের বেশি বেড়েছে।
মালয়েশিয়ান স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সরকারি তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ায় সর্বমোট ৪৬ হাজার ১৮৭ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছে। যা জুলাইয়ের তুলনায় এ সময় দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
গত আগস্টে মালয়েশিয়ায় মোট ৪৪ হাজার ৫৪৩ টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন ১ হাজার ৬৪৪ টন বেড়েছে।
তবে আগের মাসের তুলনায় বাড়লেও ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় প্রাকৃতিক রাবার উৎপাদন এক-চতুর্থাংশ বা ২৫ দশমিক ২ শতাংশ কমে এসেছে।
উৎপাদনের পাশাপাশি গত সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে প্রাকৃতিক রাবারের রফতানিও আগের মাসের তুলনায় বাড়তির পথে ছিল।
দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সর্বমোট ৪৮ হাজার ৭২০ টন প্রাকৃতিক রাবার রফতানি হয়েছে। আগের মাসের তুলনায় এ সময় দেশটি থেকে পণ্যটির রফতানিতে ১৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।
আনন্দবাজার/ইউএসএস