দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ।
সোমবার (২৩ নভেম্বর) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১২৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমেছে।
সোমবার ডিএসইতে মোট ৩৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, দর কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৭টি কোম্পানির।
আনন্দবাজার/ইউএসএস