ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাম অয়েলের সাপ্তাহিক দামে টানা পতন

মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের সাপ্তাহিক দাম টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে। আর এ জেরে সর্বশেষ সপ্তাহে দেশটিতে পণ্যটির সাপ্তাহিক দাম আগের সপ্তাহের থেকে প্রায় ৩ শতাংশ কমেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, নভেম্বরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে মালয়েশীয় পাম অয়েলের রফতানি চাহিদা কমতির দিকে রয়েছে। সেই সাথে আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের দামও কমেছে। এসব কারণে মালয়েশীয় পাম অয়েলের সাপ্তাহিক বাজার পরিস্থিতিও রয়েছে নিম্নগামী।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েল ৩ হাজার ২৮৮ রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) বা ৮০৩ ডলার ৯১ সেন্টে বিক্রি হয়েছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬২ শতাংশ কম।

এর মধ্য দিয়ে সর্বশেষ সপ্তাহে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের সাপ্তাহিক দাম আগের সপ্তাহের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কমেছে। টানা চার সপ্তাহ ধরে দেশটির বাজারে পাম অয়েলের দামে নিম্নগামী প্রবণতার দেখা মিলেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন