ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের প্রথম ইস্টিশন পাঠাগার উদ্বোধন

বইপড়া মানুষের ভেতরকে আলোকিত করে। সেই আলোতে মানুষের ভেতর পরিষ্কার হয়, তেমনিভাবে মানুষ অনেক বেশি মানবিক হয় ওঠে। মানুষের কথা ভাবতে শেখে। তাই মানুষকে বইপড়ায় আহবায়ন করতে এবং স্বপ্নময় লক্ষ্য নিয়ে এই বাংলাদেশের প্রতিটি স্টেশন এ একটি করে পাঠাগার করতে হবে। যাতে করে রেলওয়ে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা বই পড়তে পারবে। এছাড়াও স্বপ্ন হচ্ছে ইস্টিশন পাঠাগার এর মধ্য দিয়ে বেকার যুবকদের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা করা। এমন একটি স্বপ্নময় উদ্যোগ এর নাম হচ্ছে ইস্টিশন পাঠাগার।

গতকাল শনিবার সকালে মিলন স্মৃতি পাঠাগার ও রেডিও ১৯-এর আয়োজনে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলওয়ে স্টেশনে ইস্টেশন পাঠাগারের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইস্টেশন পাঠাগার উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, ব্যতিক্রম এক পাঠাগারে যাত্রা শুরু হলো সরিষাবাড়ীতে। মিলন স্মৃতি পাঠাগার ও রেডিও ১৯ সত্যিই প্রশংসার দাবীদার। তাদের মাধ্যমেই আজ এই ইস্টেশন পাঠাগারের যাত্রা শুরু হলো। স্টেশনে যাত্রীরা আসবে চা খাবে তার পাশাপাশি বই পড়বে। কিছুটা সময় হলেও এখান থেকে মানুষ উপকৃত হবে। এভাবেই জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সারাদেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও ১৯ সিইও রনি রাসেল, ব্যবস্থাপনা পরিচালক কিশোর ত্রিপুরা, অনুষ্ঠান প্রধান আসাদুজ্জামান রুবেল, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আল আসাদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি আজাদ জাহান শামীম, পাবলিক ইউনিভাসিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ সরিষাবাড়ী (পুসাস) সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক নাহারুল আলম, সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান সৈকত, অ্যাডভোকেট মতিউর রহমান কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন