দেশের সর্ব্বোত্তরের আঁকা বাঁকা সীমান্ত পরিবেষ্টিত জেলা পঞ্চগড়ে হিমশীতল বাতাসে তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন,আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাত ও সকালের তুলনায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। তাপমাত্রা ওঠানামা করছে।
গত কয়েকদিন ধরে সকালে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কমতে শুরু করে বিকেল থেকে তা পরদিন সকাল পর্যন্ত হয়।
এদিকে তাপমাত্রা ওঠানামা করার ফলে শিশু,বয়স্করা শর্দি, কাশি, অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আনন্দবাজার/শাহী/মুবারক