বাজার এখন শীতের সবজিতে ভরপুর। তাই দামও কম। এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজশাহীর খড়খড়ি বাজারে ভিড় জমিয়েছেন ক্রেতারা। প্রতিদিন এ বাজারে স্থানীয় চার উপজেলা থেকে আনা প্রায় ৬’শ মেট্রিক টন সবজি বেচাকেনা হয়।
ভোর থেকেই এখানে ভ্যান, পিকাপ, ভটভটিসহ নানা যানবাহনে জেলার উপজেলাগুলো থেকে সবজি নিয়ে আসেন চাষিরা। পবা, পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা থেকে আসে ফুলকপি, সিম, লাউ, মুলা, করলা বরবটিসহ শীতের তরতাজা সবজি। শীতের সঙ্গে পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ।
ব্যবসায়ীরা জানান, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।
মূলত কীটনাশক মুক্ত সবজি হওয়ায় স্থানীয় ও বাইরের পাইকারদের কাছে এ বাজারের সবজির কদর বেশি। গুণেমানে ভালো ও তরতাজা হওয়ায় বাজার থেকে বেপারিরা সবজি কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
আনন্দবাজার/ইউএসএস