রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ অন্যান্য দেশেও সরবরাহ করতে প্রস্তুত দেশটি, জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার রিয়াদে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে এ কথা বলেন পুতিন।
তিনি বলেন, যেসব দেশের ভ্যাকসিন প্রয়োজন তাদেরকে ভ্যাকসিন সরবরাহ করতে রাশিয়া প্রস্তুত।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, জি২০ সম্মেলনে রাশিয়ার দ্বিতীয় ও তৃতীয় করোনা ভ্যাকসিনও প্রস্তুত বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, ভ্যাকসিন অনুমোদন দেওয়া আমাদের সাধারণ লক্ষ্য। রাশিয়া সবার জন্য কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যে শীর্ষ সম্মেলনের খসড়া সিদ্ধান্তকে সমর্থন করে। নিঃসন্দেহে, ভ্যাকসিন সবারই পাওয়া উচিত। তিনি বলেন, নিজেদের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন অন্যান্য দেশে সরবরাহের জন্য রাশিয়া প্রস্তুত।
তিনি আরও জানান, নভোসিবিরস্ক গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ও পুরোপুরি প্রস্তুত রয়েছে। রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনের কাজও শেষ পর্যায়ে আছে।
আনন্দবাজার/টি এস পি