ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তি মিলছে না চালে

রাজধানীতে শীতের সবজির যোগান বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। তবে চালের দাম বেড়ে যাওয়ার কারণে ফিকে হয়ে যাচ্ছে ক্রেতাদের স্বস্তি।  

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর কিছু বড় বাজার ঘুরে দেখা গেছে, খুচরা ও পাইকারিতে মিনিকেট চালের দাম গত ১০ দিনে কেজিতে ১ থেকে ২ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে স্বর্ণা ও বিআর-২৮ চালের দামও।

অবশ্য নতুন আসা পাইজাম, মিনিকেট ও স্বর্ণা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কম পাওয়া যাচ্ছে।

কৃষি মার্কেটের চাল বিক্রেতা আল আমিন বলেন, মিনিকেটের দাম কেন যে বাড়ল বুঝতে পারলাম না। অবশ্য এবার ধানের দাম অন্যবারের চেয়ে বেশি যাচ্ছে। পুরান ধানের দামও বেশি, নতুন যে আমন এসেছে তার দামও কিছুটা বেশি বলে জানতে পেরেছি।

তিনি জানান, রশিদের মিনিকেট চালের বস্তা (৫০ কেজি) ২৬৫০ টাকা থেকে বেড়ে এখন ২৭৫০ টাকা হয়েছে। গুটি স্বর্ণা ২১৫০ টাকা থেকে বেড়ে ২২৫০ টাকা হয়েছে। নতুন আমন ধানের পাইজাম বিক্রি হচ্ছে ২৩৫০ টাকা, পুরান পাইজাম চাল ২৪৫০ টাকা।

সবকিছু মিলিয়ে চালের দাম এখন বাড়তি। সিদ্ধ কাটারি বিক্রি হচ্ছে বস্তা ২৬০০ টাকায়, নাজিরশাইল প্রতিবস্তা এখন ২৭২০ টাকা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন