ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাত। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা যায়, সমাপ্ত সপ্তাহে সাধারণ বিমা ও ওষুধ-রসায়ন খাতে ১৪.৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে লেনদেন হয়েছে ৯ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলো :  প্রকৌশল খাতে ৭.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৮ শতাংশ, বিবিধ খাতে ৪.৩ শতাংশ, বস্ত্র খাতে ৩.৩ শতাংশ, আর্থিক খাতে ২.৪ শতাংশ, জীবন বিমা খাতে ২.৩ শতাংশ, খাদ্য খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৬ শতাংশ, আইটি খাতে ১.৪ শতাংশ, সিরামিক খাতে ১.২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ শতাংশ, কাগজ, সিমেন্ট, ট্যানারি, ট্রাভেল খাতে ৪ শতাংশ ও পাট খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন