চলতি বছর প্রাকৃতিক গ্যাসের উত্তোলন বাড়াতে আগ্রহী চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশন বা সিনোপেক। প্রতিষ্ঠানটি গত বছরের চেয়ে ১ শতাংশ বেশি পণ্যটির উত্তোলন বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বলা হচ্ছে, ২০২০ সালে চীনা প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন কূপগুলো থেকে জ্বালানি পণ্যটির সম্মিলিত উত্তোলন ৩ হাজার কোটি ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে। আগের বছরের তুলনায় জ্বালানি পণ্যটির উত্তোলন বাড়তে পারে ১ দশমিক ১ শতাংশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরে চীনা সিনোপেকের নিজস্ব কূপগুলো থেকে সর্বমোট ২ হাজার ৯৬৭ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল।
এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির অধীনে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছিল ৭ দশমিক ২ শতাংশ।
করোনা মহামারির মধ্যেও চলতি বছর প্রাকৃতিক গ্যাস উত্তোলনের বিদ্যমান প্রবৃদ্ধি ধরে রাখবে প্রতিষ্ঠানটি। তবে প্রবৃদ্ধির পরিমাণ আগের বছরের তুলনায় কমার সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস