বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের শান্তি আলোচনায় অংশ নেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কাতারের রাজধানী দোহায় সফরকালে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের আলোচনায় অংশগ্রহণ করবেন। আজ শনিবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় যাবেন তিনি।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার মেয়াদের মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করবেন। সৈন্য প্রত্যাহারে অগ্রগতি আনতেি এবারের সফরটি হবে। এরপর আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনী জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনবেন।

জানা গেছে, আফানিস্তানে কেবল দুই হাজার পাঁচ শত সৈন্য থাকবে। ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তালেবান প্রতিনিধি দল।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  ইতালিতে বোনাস দেওয়া হবে স্থানীয় পর্যটকদের

সংবাদটি শেয়ার করুন