ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কণ্ঠ’ আসছে বাংলাদেশে

কলকাতার বহুল আলোচিত জয়া আহসান অভিনীত ভারতীয় সিনেমা ‘কণ্ঠ’ অবশেষে মুক্তি পাচ্ছে বাংলাদেশে। গুঞ্জন উঠেছে সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে ইমপ্রেস টেলিফিল্ম। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বর থেকেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি বলে জানিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

চলতি বছরের মে মাসের ১০ তারিখে ভারতে মুক্তি পায় ‘কণ্ঠ’। মুক্তির পর থেকে এখনো কলকাতার প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এছাড়া সম্প্রতি মালায়ালাম ভাষাতেও রিমেক হচ্ছে ‘কণ্ঠ’।

 

একজন রেডিও জকির দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী বেদনাদায়ক গল্পে ‘কণ্ঠ’ নির্মাণ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।

জানা যায়, সাফটা চুক্তিতে ‘কণ্ঠ’ পরিবর্তনে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের জয়া আহসানের আরেক সিনেমা ‘খাঁচা’।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন