ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার পৌর নির্বাচনের তফসিল, ভোট ইভিএমে

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী সোমবার মধ্যেই ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব একথা জানান।

তিনি বলেন, আগমী ২৭ থেকে ২৯ ডিসেম্বর প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিতহবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন