ইউএন উইমেনের অর্থায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিস এর সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উইমেন পিস ক্যাফের উদ্যোগের অংশ হিসেবে টিম ঐকতান কর্তৃক একটি প্রকাশনা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। দেশ অথবা দেশের বাহিরের যে কোনো বয়সের প্রতিযোগী সুনির্দিষ্ট বিষয়ে ৫০০-১২০০ শব্দের মৌলিক লেখা মেইলযোগে পাঠাতে পারবেন।। লেখা জমা দেয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২০।
মূলত শান্তি, সৌহার্দ্য এবং নারীর সুরক্ষা, শান্তি পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ, নারীদের করোনা মোকাবেলায় ঝুকি, তৃণমূল পর্যায়ে কমিউনিটির বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সাথে নারীদের সম্পৃক্ততা, কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইত্যাদি বিষয়ের সাথে মিল আছে এমন গল্প, অভিজ্ঞতা, মতামত, কবিতা, ছবি, বাস্তব ঘটনা ইত্যাদি নানা বিষয়ের উপর লেখা আহ্বান করা হয়েছে।
লেখা পাঠানোর নিয়মাবলী:
- ১. প্রবন্ধ, ছোটগল্প, মতামত, অভিজ্ঞতা, বাস্তব ঘটনা সম্পর্কিত লেখার ভাষা হবে বাংলা। লেখা ৫০০ থেকে ১২০০ শব্দের মধ্যে হতে হবে।
- ২. বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি অনুসরণ করতে হবে। তবে উদ্ধৃতির ক্ষেত্রে মূল বানানের কোন পরিবর্তন করা যাবে না।
- ৩. কবিতা – ছোটগল্প – উপন্যাস – নাটক – প্রবন্ধ ইত্যাদি সৃষ্টিশীল / মননশীল রচনা থেকে উদ্ধৃতি প্রদান করা হলে উদ্ধৃতির পাশে প্রথম বন্ধনিতে গ্রন্থের লেখকের নাম, প্রকাশ সাল, গ্রন্থের নাম এবং প্রকাশক ও তাদের ঠিকানা উল্লেখ করতে হবে ।
- ৪. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইল এ SutonyMJ ফন্টের ১৪ points- এ প্রবন্ধের বর্ণবিন্যাস হবে। প্রবন্ধের লাইন স্পেস এবং প্যারা স্পেস হবে যথাক্রমে ১.৫ ও অটো। লেখা পাঠানোর ইমেইল ঠিকানা : teamoikotan@gmail.com কোন লেখা হাতে হাতে, ডাকে কিংবা কুরিয়ার সার্ভিসে গ্রহণ করা হবে না ।
- ৫. প্রবন্ধের নামের শেষে লেখকের নাম, পদবী, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নাম্বার লিখতে হবে।
- ৬. লেখা পাঠানোর শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২০
- ৭. লেখা প্রকাশে প্রকাশনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
মো. আশিকুর রহমান (সৈকত),
সম্পাদক,
ঐকতান প্রকাশনা
ashik.pags@gmail.com
০১৬১১৬২০৪৩৪