ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান : পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেনকে শর্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন যদি নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে ফের পরমাণু চুক্তিতে ফিরবে ইরান। বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরান ডেইলিকে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, বাইডেন পররাষ্ট্র ইস্যুতে বেশ অভিজ্ঞ। আশা করি সে ইরানের ওপর সকল নিষেধাজ্ঞা তিনটি নির্বাহী আদেশের মাধ্যমে তুলে দিতে পারেন। যদি বাইডেন প্রশাসন এমনটি করে তাহলে তেহরান দ্রুত পরমাণু চুক্তিতে ফিরে যাবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ নামের এই চুক্তিটি সই হয়েছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা। সে সময় এতে সই করেছিল ইরান ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ- চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র। এছাড়াও জার্মানি এবং ইউরোপিয়ান ইউনিয়ন সই করেছিল।

কিন্তু ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হয়ে ক্ষমতায় আসার পর পরই এই চুক্তিটি বাতিলের উদ্যোগ নেন। শেষ পর্যন্ত ২০১৮ সালের মে মাসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান প্রেসিডেন্ট ট্রাম্প।

এরপর থেকেই ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দিয়ে গেছেন এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে তারপরেও ইরানকে দমানো সম্ভব হয়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন