ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সানাউল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম কাউছার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমূখ।

উপজেলা কৃষি অফিস জানায়, আত্রাই উপজেলায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ, পেঁয়াজ চাষে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এবার এই উপজেলাই ৫৭৮০ জন উপকারভোগী কৃষক সার ও বীজ পাবে।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন