করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ বা সেকেন্ড ওয়েভ মোকাবিলা অবশ্যই প্রতিষেধক বা ভ্যাকসিন ছাড়াই করতে হবে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি কার্যক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান। কারণ করোনার সেকেন্ড ওয়েভ চলার সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না। এ খবর জানিয়েছে, সংবাদ সংস্থা এএফপি।
মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনকে একক কোনো যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।
তিনি আরও বলেন, যেকোনো জায়গায় উল্লেখযোগ্য হারে সবার কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয়মাস সময় লাগবে। অথচ অনেক দেশে করোনার দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে।
সতর্ক করে তিনি বলেন, কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি, তাহলে করোনা সংক্রমণ শূন্যের কোঠায় পৌঁছাবে না।
আনন্দবাজার/টি এস পি