ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন ভ্যাট রিটার্ন শীর্ষে কুমিল্লা অঞ্চল

ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে রিটার্ন দাখিলে সাফল্য দেখিয়েছে কুমিল্লার ভ্যাট কমিশনারেট। টানা তৃতীয়বারমত অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হারে শীর্ষে স্থানে রয়েছে জেলাটি। চলতি মাসে কুমিল্লার রিটার্ন দাখিলের হার প্রায় ৯৪ শতাংশ। তিন মাস আগে ছিল মাত্র ৫১ শতাংশ।

এইদিকে সারাদেশে অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমার হার বাড়ছে। আগস্ট পর্যন্ত অনলাইনে নিবন্ধন নিয়েছে এক লাখ ৮৪ হাজার। অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে ৫৪ হাজার। চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৮শ’ ৯ কোটি টাকা। যা গত বছর ছিল ৭শ’ ১৬ কোটি টাকা। এতে গত বছরের তুলনায় বৃদ্ধি হয়েছে প্রায় ৫৬ শতাংশ। আগস্ট মাসে রিটার্ন জমায় প্রথম কুমিল্লা, দ্বিতীয় যশোর, তৃতীয় সিলেট।

রিটার্ন দাখিলের হার বাড়াতে মোবাইল বার্তা পাঠানো, বাসায় বাসায় গিয়ে করদাতাদের রিটার্ন দাখিলে উৎসাহিত করাসহ নানা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে করদাতাদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেয় কুমিল্লা ভ্যাট কমিশনারেট।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন