ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় পেঁয়াজ ছাড়াই স্থিতিশীল দেশের বাজার

ভারত থেকে তিন মাস যাবৎ পেয়াজ আমদানি বন্ধ রয়েছে । অথচ তারপরেও স্থিতিশীল আছে দেশের পেঁয়াজের বাজার। চট্টগ্রামের খাতুনগঞ্জসহ দেশের ব্যবসায়ীরা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভারত থেকে পেঁয়াজ না এনে অন্যান্য দেশ থেকে আমদানি করার কারণে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা স্থিতিশীল রয়েছে। তবে এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছ দেশি পেঁয়াজ।

টানা দু’বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে দেশের বাজারে পেঁয়াজ নিয়ে অস্থিরতা তৈরি হয়। প্রথমবার কেজি তিনশোতে ঠেকলেও দ্বিতীয়বার ওঠে একশো পর্যন্ত ।

আমদানিকারকরা জানান, এ ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের ওপর নির্ভরতা কমবে। এ অবস্থায় ১১টি দেশের বাজার ধরে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা।

গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তানসহ নানা দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। তারপরই সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন