পর্যাপ্ত সরবরাহ থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দিতে কমেছে সবজির দাম। বাজারটি ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে প্রতিদিন।
গ্রামীণ এ বাজারে সরাসরি জমি থেকে সবজি তুলে নিয়ে আসেন চাষীরা। কৃষকরা দাবি করছেন, কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তবে সস্তা দামে সবজি পাওয়ায় খুশি ক্রেতারা।
পাইকারি এ বাজারে কিছুক্ষণ ঘুরে দেখা যায়, শিম, ফুলকপি, লাউ, বরবটিসহ সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। শিম ৫০ টাকা, ফুলকপি ৪২টাকা, আলু ৪৫ টাকা, মুলা ২০ টাকা, লাউ পিস প্রতি ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৪০ টাকা, করলা ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের নানা প্রান্তের পাইকাররা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। তবে দাম কম থাকায় খুশি ক্রেতারা।
পাকুন্দিয়ার তারাকান্দি বাজারের সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, এ বাজারের ২০টি আড়তে ভাল কেনাবেচা হয়। এছাড়া প্রায় ৫০ বছরের পুরনো এ বাজারে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ থেকে ৩০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।
আনন্দবাজার/ইউএসএস