ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬ বছর পর পাকিস্তান যাবে ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে চূড়ান্ত হয়েছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি। এতে করে দীর্ঘ ১৬ বছর পর ২০২১ সালের অক্টোবরে দেশটিতে সফরে যাবে ইংলিশরা।

আজ বুধবার (১৮ নভেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। আগামী বছরের ১৪ ও ১৫ অক্টোবর করাচিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, পাকিস্তান সফরের কথা ঘোষণা করে সত্যিই আনন্দিত যে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল ২০২১ সালের অক্টোবরে দেশটিতে খেলতে যাচ্ছে। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ড দল পাকিস্তান প্রথম সফর করেছিল।

তিনি বলেন, ২০২১ সালের অক্টোবর ও নভেম্বরে ভারতে হতে যাওয়া আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের জন্য এই দুই ম্যাচের সিরিজ হবে আদর্শ প্রস্তুতি।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, আশা করি ইংল্যান্ডের এই পদক্ষেপের পর অস্ট্রেলিয়াও পাকিস্তান সফরের জন্য রাজি হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন