ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবার রফতানি বাড়তে পারে থাইল্যান্ডে

রাবার অথোরিটি অব থাইল্যান্ড (আরএওটি) চলতি বছর সর্বমোট ৪৯ লাখ টন প্রাকৃতিক রাবার উৎপাদনের আশা করছে। এছাড়া বছরের শেষার্ধে দেশটি থেকে পণ্যটির রফতানিও আগের তুলনায় বেড়ে প্রায় ৪২ লাখ টনের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরএওটির গভর্নর নাকোর্ন তানগাভিরাপাত এ তথ্য জানিয়েছেন।

থাইল্যান্ড বিশ্বের শীর্ষ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী ও রফতানিকারক দেশ। পণ্যটির বৈশ্বিক রফতানির ৩৫ দশমিক ৮ শতাংশ দেশটি এককভাবে জোগান দেয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরএওটির গভর্নর নাকোর্ন তানগাভিরাপাত বলেন, করোনা মহামারীর মধ্যেও ২০২০ সালে থাইল্যান্ডে প্রাকৃতিক রাবার উৎপাদনের সম্মিলিত পরিমাণ ৪৯ লাখ টনে উন্নীত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সরকারি তথ্যানুযায়ী, গত বছর দেশটিতে মোট ৪৮ লাখ ৫০ হাজার টন প্রাকৃতিক রাবার উৎপাদন হয়েছিল।

তিনি আরও বলেন, উৎপাদন খাতের চাঙ্গা ভাবের প্রভাব থাকবে থাইল্যান্ড থেকে প্রাকৃতিক রাবার রফতানিতেও চলতি বছর শেষে দেশটি থেকে প্রাকৃতিক রাবার রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ৪১ লাখ ৮০ হাজার টনে।

এ সময় প্রাকৃতিক রাবার রফতানি করে থাই রফতানিকারকরা সর্বমোট ১ হাজার ১২০ কোটি ডলার আয় করতে পারেন। চলতি বছর থাইল্যান্ড থেকে চীন ও ব্রিটেনে সবচেয়ে বেশি প্রাকৃতিক রাবার রফতানির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন