ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গম উৎপাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা

কানাডায় টানা দুই বছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এ বছরও বাড়তে পারে গমের উৎপাদন। ২০২০-২১ অর্থবছর কানাডায় গম উৎপাদন আগের বছরের চেয়ে ৫ শতাংশের বেশি বাড়তে পারে।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

ইউএসডিএর তথ্যানুযায়ী, ২০২০ সালে কানাডায় সর্বমোট ৩ কোটি ৪০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এক বছরের ব্যবধানে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন ৫ দশমিক ১১ শতাংশ বাড়তে পারে।

২০১৯ সালে কানাডায় সর্বমোট গম উৎপাদন হয়েছিল ৩ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টন, যা আগের বছরের চেয়ে দশমিক ৪৬ শতাংশ বেশি। আর ২০১৮ সালে দেশটিতে আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেড়ে ৩ কোটি ২২ লাখ ১ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

কানাডার ইতিহাসে ২০১৩ সালে সবচেয়ে বেশি ৩ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টন গম উৎপাদনের রেকর্ড হয়েছিল।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন