বিদেশি মুদ্রা লেনদেনের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী বিদেশি কর্মীরা তাদের নিজ দেশে ডলার পাঠাতে পারেন। তবে অনেক ব্যাংক এ নির্দেশনা সঠিকভাবে মানছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে গিয়ে ভোগান্তিতে পড়ে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কর্মীদের ব্যাংক হিসাবে জমা ডলার যেকোনো সময় তাদের নিজ দেশে নির্বিঘ্নে পাঠাতে দিতে হবে। এতে কোনও ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বিদেশি মুদ্রায় লেনদেন নীতিমালার আলোকে সাধারণ অনুমোদনের ভিত্তিতেই যোগ্য ব্যক্তিরা হিসাবে থাকা বিদেশি মুদ্রা বাইরের দেশে পাঠাতে পারেন। এজন্য নতুন করে অনুমোদনের দরকার হয় না।
আনন্দবাজার/এম.কে