ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে কালেক্টরেট সহকারীদের তৃতীয় দিনের মতো কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে সরকারী কালেক্টরেট সহকারীরা তৃতীয় দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীরা পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মতো বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) গাজীপুর শাখা পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস সময়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট সহকারীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। ১৫ নভেম্বর রবিবার শুরু হওয়া কর্মবিরতি লাগাতর চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দাবি আদায়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধণ, সমাবেশ ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনকারীরা।

গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌলাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিস সুপার মোঃ রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিলকিছ লায়লা, সাবিনা সুলতানা ও আসমা আক্তার প্রমুখ।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন