শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষি ঋণ প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কৃষক সমাবেশ

নওগাঁয় কৃষি ঋণ বিতরণের উপর সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের কৃষকদের নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের সৌজন্যে কৃষক সমাবেশ ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার ঘোষিত ৫হাজার কোটি টাকার কৃষি ঋণ প্রনোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড নওগাঁ শাখা এই সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে ১নং বর্ষাইল ইউনিয়ন পরিষদ ভবনে মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নর্থ বেঙ্গল রিজিওয়ান প্রধান এ.এস.এম. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

মার্কেন্টাইল ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার আব্দুল্লাহ আল মাহমুদ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জোহা, মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগের ফাষ্ট ভাইস প্রেসিডেন্ট শফরুজ্জামান খাঁন প্রমুখ। সমাবেশে বর্ষাইল ইউনিয়নের মার্কেন্টাইল ব্যাংক থেকে কৃষি বিষয়ে ঋণ গ্রহিতা ৫০জন কৃষক উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/অনিক

আরও পড়ুনঃ  বিলুপ্ত হচ্ছে বৈচিত্র্যময় দেশি প্রজাতির ধান

সংবাদটি শেয়ার করুন