ফেনীতে ৩০ টি স্বর্ণের বার সহ নরুল ইসলাম নামের একজনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে চেকপোস্ট বসানো হয়। এসময় দুর থেকে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেট কার গতিপথ বদলিয়ে উল্টো দিকে পালাতে শুরু করলে ধাওয়া দিয়ে গাড়ির চালক নরুল ইসলামকে আটক করা হয়।
পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কোমরে স্কচটেপ মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজন পরিমাণের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। জব্দ করা হয় বহনকারী প্রাইভেট কারটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ইসলাম জানায়, চট্টগ্রামের নিউমার্কেটের দত্ত জুয়েলার্সের হয়ে ফেনীর পাঁচটি জুয়েলার্সের দোকানে সে এই স্বর্ণ সরবরাহ করার উদ্দেশ্য নিয়ে এসেছিল।
ফেনীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জুনায়েদ জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বর্ণ উদ্ধারের ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলাসহ আসামিকে হস্তান্তর করা হবে।
আনন্দবাজার/শাহী/সুজন