দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার আবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। কোম্পানিটি সর্বমোট ৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার কোম্পানিটি মোট ৪৫ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন করেছে।
আর ৩৬ লাখ ৭৪ হাজার ৯১৩টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাক ব্যাংক লিমিটেড। যার বাজার দর ১৬ কোটি ৭৬ লাখ টাকা।
অপরদিকে বেক্সিমকো আছে তালিকার তৃতীয় স্থানে। কোম্পানিটির ৭২ লাখ ৮১ হাজার শেয়ার হাতবদল করেছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৬৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : এশিয়া ইন্স্যুরেন্স,গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, স্কয়ার ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।
আনন্দবাজার/এফআইবি